ইউরোপ-এশিয়ায় অ্যাপ স্টোর ফি বাড়াচ্ছে অ্যাপল
অ্যাপ স্টোরে বিভিন্ন অ্যাপের ও ইন-অ্যাপ কেনাকাটায় ফি বাড়াবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী মাস থেকেই ইউরো অঞ্চল ও এশিয়ার কিছু দেশে এ বর্ধিত ফি কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অক্টোবর থেকে অ্যাপস ক্রয় এবং এর মাধ্যমে কেনাকাটায় বেশি মূল্য পরিশোধ করতে হবে ভোক্তাদের। মার্কিন ডলারের বিপরীতে প্রধান মুদ্রার মূল্যমান কমায় আয়প্রবাহ ধরে রাখতে দাম বাড়াচ্ছে অ্যাপল।
এক বিবৃতিতে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর পাশাপাশি সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া, চিলি, মিসর, মালয়েশিয়া, পাকিস্তান ও ভিয়েতনামের গ্রাহকদেরও আগামী ৫ অক্টোবর থেকে অ্যাপলের অ্যাপস ক্রয়ে বেশি দাম দিতে হবে।
ভিয়েতনামে অ্যাপসের দাম বাড়ানোর পাশাপাশি ট্যাক্স সংগ্রহসহ নতুন কিছু নীতিমালাও যোগ করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন দেশে কেন দাম বাড়ানো হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রযুক্তি জায়ান্টটি। তবে ডলারের মূল্যমান বেড়ে যাওয়ার বিষয়টি ফি বাড়ানোর পেছনে মূল ভূমিকা পালন করছে বলে জানা গিয়েছে। জাপানে পণ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে। চলতি বছরে ইয়েনের মূল্য কমার পর দেশটিতে পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।