কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নথি নিয়ে ট্রাম্পের লুকোচুরি কেন

দেশ রূপান্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬

গোপন নথি নিজের কাছে রাখায় চাপে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কেন্দ্রীয় সংস্থা জাতীয় আর্কাইভ ও নথি প্রশাসন এসব নথি বারবার চাইলেও বেশির ভাগই ফেরত দেননি তিনি। এ নিয়ে তার বাসভবনে তল্লাশিও চালায় এফবিআই। নথি মজুদের পেছনে কেবলই কি তার খামখেয়ালিপনা দায়ী নাকি অন্য কারণও রয়েছে? লিখেছেন তৃষা বড়ুয়া  


এফবিআইয়ের তল্লাশি


নির্বাহী বিভাগের অধীনে সরকারি ও ঐতিহাসিক নথি সংরক্ষণ ও দলিলীকরণের দায়িত্বে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা জাতীয় আর্কাইভ ও নথি প্রশাসন (এনএআরএ) দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সম্প্রতি গুরুতর কিছু অভিযোগ আনে। এসব অভিযোগের মধ্যে হোয়াইট হাউজের গোপন নথি খোয়ানো, ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে রাষ্ট্রের গোপন নথি লুকিয়ে রাখা উল্লেখযোগ্য। চলতি বছরের আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের ফ্লোরিডার বাসভবনে তল্লাশি চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) গোয়েন্দারা। এর আগে নিজের কাছে রাখা গোপন সব নথি এনএআরএ’র কাছে ফেরত দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছিল। ওই আহ্বানে সাড়া দেননি ট্রাম্প। সহকারীদের দিয়ে কয়েকটি নথি ফেরত পাঠিয়ে বাকি সব নিজের কাছে রেখে দেন তিনি। বাকি নথিগুলো আগস্ট মাসে এফবিআইয়ের গোয়েন্দারা তার বাসভবন থেকে উদ্ধার করে। তবে ট্রাম্পের দখলে আরও নথি রয়ে গেছে কি না, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না মার্কিন কর্মকর্তারা। ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনে তল্লাশি শেষে ১১ হাজারের বেশি সরকারি নথি ও ছবি পায় এফবিআই। কমপক্ষে ১৮টি টপ সিক্রেট, ৫৪টি সিক্রেট ও ২১টি কনফিডেনশিয়াল নথি ট্রাম্পের বাসভবন থেকে উদ্ধার করা হয়। এসব নথি নিজের কাছে রাখা ও চাওয়ার পরও দিতে অস্বীকৃতি জানানোএই দুই কারণে সাবেক প্রেসিডেন্ট এখন তদন্ত কর্মকর্তাদের মুখোমুখি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও