শারদীয়ার গহনা

দেশ রূপান্তর প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪

পূজার প্রতিটা দিনের সব আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত বাঙালি। হেঁসেল থেকে ড্রেসিং টেবিল হয়ে পূজা প্যান্ডেল। নাড়ু-মুড়কি থেকে শাড়ি-গহনা সবখানে চলছে পূজার আগে শপিংয়ের উত্তেজনা। ষষ্ঠী থেকে দশমী; পূজার এই পাঁচটা দিন ট্রেন্ড অনুযায়ী কী পরবেন আর কোন গহনায় সাজবেন জেনে নিন



ঋ মূলত অনলাইনে সক্রিয় টোটাল ফ্যাশন ব্র্যান্ড। শাড়ি, কুর্তি, ব্যাগ, স্কার্ফসহ ওমেন ফ্যাশনের সব আইটেম নিয়ে ঋ কাজ করছে। তবে বীজের গহনা ঋ-এর স্বকীয় ধারার কাজ। পূজার গহনা নিয়ে ঋ-এর স্বত্বাধিকারী ও ডিজাইনার মাধুরী সঞ্চিতা বলেন, ‘শুধুমাত্র প্রাকৃতিক উপাদান বীজ, মাটি, কাঠ, কড়ি ও সুতার সঙ্গে সোনা-রুপা, তামা, পিতল, লোহার মতো ধাতু দিয়ে বানানো গহনার জন্য দেশে একমাত্র প্রতিষ্ঠান। ঋ পুরো বছর ধরে গহনা বানায়। কোনো উৎসবকে কেন্দ্র করে এর আগে কখনো আলাদা করে ডিজাইন করেনি। তবে এই প্রথমবার ঋ শারদীয় দুর্গোৎসব সামনে রেখে গহনা ডিজাইন করেছে। প্রতিটি ডিজাইনে পাওয়া যাবে দুর্গোৎসবের আমেজ। এছাড়া ঋ-এর শাড়ি-কুর্তিও হতে পারে শারদীয় সাজের সেরা অনুষঙ্গ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও