আবারও রাহুলের না, কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে অশোক
কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে গান্ধী পরিবারের কেউ থাকছেন না। বিষয়টি আবারও নিশ্চিত হলো। স্থানীয় সময় আজ শুক্রবার আবারও এই কথা স্পষ্টভাবে জানালেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দক্ষিণ ভারতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে এ কথা জানান রাহুল। অশোক নিজেই সাংবাদিকদের সে কথা জানিয়েছেন।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব ছেড়েই দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনে লড়তে যাচ্ছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ৭১ বছর বয়সী এই কংগ্রেস নেতা। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কংগ্রেসের বিরুদ্ধ মতাবলম্বী বলে খ্যাত অংশের নেতা ও সাবেক মন্ত্রী শশী থারুর।
এদিকে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলের মধ্যে শুরু হয়েছে চাপা উত্তেজনা। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আজ শুক্রবার দলীয় নেতাদের নির্বাচনকে ঘিরে নেতিবাচক প্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার কংগ্রেস নেতা গৌরব বল্লভ প্রকাশ্যে শশী থারুরের সমালোচনা শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে জয়রাম রমেশ এই অনুরোধ জানান।
অশোক গেহলটের দুই পদে থাকার আশায় গুড়ে বালি রাহুলের
অপরদিকে, বহুদিন পর দিল্লিতে বেশ জমজমাট হয়ে উঠেছে কংগ্রেস ভবন। ১৭ অক্টোবর দলের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কংগ্রেস নেতাদের মধ্যে তৎপরতা তুঙ্গে। গান্ধী পরিবারের কেউ প্রেসিডেন্ট দৌড়ে নেই এটা নিশ্চিত হতেই অনেকেই চাইছেন দলের সর্বোচ্চ পদে বসতে। তবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দ্বিগ্বিজয় সিং আজ পরিষ্কারভাবে জানিয়ে দেন, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি নেই। রয়েছেন অশোক গেহলট, শশী থারুর। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিক ও আনন্দ শর্মার নামও শোনা যাচ্ছে।