You have reached your daily news limit

Please log in to continue


আইনজীবী জোয়েল রিচের সঙ্গে প্রেম করছেন জনি ডেপ

২০১৮ সালে 'দ্য সান' সংবাদপত্রের বিরুদ্ধে ডেপের রুজু করা মানহানির মামলা লড়েছিলেন জোয়েল রিচ। গণমাধ্যমের খবর, সেখান থেকেই দুজনের পরিচয়। এমনকি ডেপ-হার্ড মামলার শুনানির সময়ও উপস্থিত ছিলেন জোয়েল।


সাবেক স্ত্রী আম্বার হার্ডের মামলার রেশ কাটতে না কাটতেই নতুন প্রেমে পড়ার খবর প্রকাশ্যে এলো জনি ডেপের।  কিন্তু কার সঙ্গে প্রেম করছেন, তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল তারকার ভক্তকুলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রেমিকার নাম। লন্ডনের আইনজীবী জোয়েল রিচের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন জনি ডেপ, খবর পিপল ম্যাগাজিনের।

কে এই জোয়েল? জোয়েল হলেন সেসব আইনজীবীদের মধ্যে একজন, যিনি ২০১৮ সালে সংবাদপত্র 'দ্য সান' এর বিরুদ্ধে ডেপের রুজু করা মানহানির মামলা লড়েছিলেন। ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের দাবির ভিত্তিতে একটি প্রতিবেদন লেখা হয়েছিল ওই সংবাদমাধ্যমে। তাপরই ওই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করেন ডেপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন