উন্নয়নে বদলে যাচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর: রাজস্বে মাইলফলক অর্জন

www.tbsnews.net প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫

বিমানবন্দরের অবকাঠামোগত সংস্কার ও ডিজিটালাইজেশনের ছোঁয়ায় বদলে যাচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৩ সালের জুন মাসের আগেই সম্পন্ন হবে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ। যার ছোঁয়া লেগেছে বিমানবন্দরের রাজস্ব আয়ে। এদিকে প্রথমবারের মতো ঢাকার বাইরের বিমানবন্দর হিসেবে শতকোটি টাকা আয় করলো এই বিমানবন্দর।


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে বেবিচকের রাজস্ব আয় ১ হাজার ৬৭৭ কোটি টাকা। এরমধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আয় করেছে ১০৬ কোটি টাকা।


গত এক দশকে বেবিচকের রাজস্ব আয়ের বার্ষিক গড় প্রবৃদ্ধি প্রায় ১৫ শতাংশের এর কাছাকাছি হলেও গত অর্থ বছরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অর্জিত রাজস্বের পরিমাণ আগের চাইতে ২০ শতাংশ বেশি।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এম ফরহাদ হোসাইন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত অর্থবছরের আমরা সর্বোচ্চ রাজস্ব আয় করেছি। ২০২১-২২ অর্থবছরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে ১০৬ কোটি টাকা আয় করে, সেখানে এর আগে ২০১৫-১৬ অর্থবছরে ৮৬ কোটি টাকার রাজস্ব আয় করেছিলো।'


বদলে যাচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর


চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বিমানবন্দর সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইতোমধ্যেই বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কনসালর্টেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে তাদের পরিকল্পনা উপস্থাপন করবে।


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক সেবার মান উন্নত করতে ৭০ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও