৪৪ ব্যবসায়ী–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

প্রথম আলো প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০

বাজারে চাল, আটা, ময়দা, ডিম, ব্রয়লার মুরগি ও টয়লেট্রিজ পণ্যের ‘অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা’ তৈরির অভিযোগে দেশের ৪৪ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বুধবার মামলা করার পর গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমকে জানানো হয়।


প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে উল্লেখিত পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মামলা করেছে। যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার মধ্যে চালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আটা-ময়দার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে ৮, ব্রয়লার মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত ৬, ডিমের ব্যবসার সঙ্গে যুক্ত ৬ ও টয়লেট্রিজ ব্যবসার সঙ্গে যুক্ত ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান।


৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হলেও কমিশন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। কমিশনসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরই মধ্যে নোটিশ জারি করা হয়েছে। বাকিদের নোটিশ এখনো জারি করা হয়নি বলে তাদের নাম প্রকাশ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ২৬ সেপ্টেম্বর শুনানিতে ডাকা হয়েছে।


কমিশনের পক্ষ থেকে যে ১১ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে চাল ব্যবসার প্রতিষ্ঠান রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস, বেলকন গ্রুপ, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এডিবল অয়েল; আটা-ময়দার জন্য সিটি গ্রুপ; ডিমের জন্য প্যারাগন পোলট্রি, ডিম ব্যবসায়ী-আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানউল্লাহ ও কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান; ব্রয়লার মুরগির জন্য কাজী ফার্মসের কাজী জাহেদুল হাসান ও প্যারাগন পোলট্রি; টয়লেট্রিজ পণ্যের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদা আলাদা পণ্যের জন্য একাধিক মামলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও