কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন রূপ নিয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে খেলবে আর্জেন্টিনা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬

বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই। আজ থেকে ঠিক ৫৮ দিন পর মাঠে গড়াবে ফুটবলের মহাযজ্ঞ। তার আগে শেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোটাও শুরু হয়ে গেছে। বিশ্বকাপের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষাটাও দীর্ঘায়িত হচ্ছে না। আগামীকাল সকালেই আর্জেন্টিনা নামবে মাঠে।


তবে দুই দল এই ম্যাচে মাঠে নামবে নতুন রূপ নিয়ে। বিশ্বকাপের কয়েক মাস আগেই নিজেদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করে ফেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই নতুন জার্সি পরেই চলতি মাসের দুই ম্যাচে মাঠে নামবেন নেইমার ও লিওনেল মেসিরা।


ব্রাজিলের ম্যাচটা হবে আফ্রিকান দল ঘানার বিপক্ষে। রাত ১২টা ৩০মিনিটে ফ্রান্সের স্তাদ ওশানে মাঠে নামবেন নেইমাররা। আর আর্জেন্টিনা লড়বে হন্ডুরাসের বিপক্ষে। মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে আগামীকাল সকাল ৬টায় মাঠে নামবেন মেসিরা।


ব্রাজিল আর আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে যাচ্ছে ফেভারিট হিসেবেই। শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছে দুই দলই। লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীই এবারের আসরের বাছাইপর্বে ছিল অজেয়, হারেনি কোনো ম্যাচেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও