রেডিওথেরাপিতে পার্শ্বপ্রতিক্রিয়া কম
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০
রেডিওথেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যে মাধ্যমে বিকিরণ রশ্মি ক্যানসার চিকিৎসায় ব্যবহার করা যায়। এটি দেওয়া হয়ে থাকে টেলিথেরাপি ও ব্রাকিথেরাপির মাধ্যমে।
টেলিথেরাপি : এটি হলো বিকিরণ রশ্মি, শরীরের বাইরে থেকে নির্ধারিত ও নির্দিষ্ট স্থানে প্রয়োগ করা হয়। এখানে রোগীকে সঠিকভাবে অবস্থানের জন্য ইমমোবালাইজেশন ডিভাইসের মাধ্যমে পজিশনিং করানো হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রেডিওথেরাপি