You have reached your daily news limit

Please log in to continue


দুর্গারূপে মিমিকে দেখেই ভক্তের প্রেম নিবেদন

দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। বছরের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে একটু নাচা-গানা না করলে কি চলে! পায়ে আলতা আর নূপুর পরে, গায়ে নতুন শাড়ি জড়িয়ে তেমনই এক গানের ভিডিও প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

তার সেই পূজার গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই নেটিজেনরা সরব হয়েছেন। ভিডিওটি নিয়ে ট্রোলও করা হচ্ছে। কারণ, ভিডিওটিতে কোনো সাউন্ড ছিল না। এরপর মিমিও অবশ্য চুপ করে বসে থাকেননি। ট্রোলের জবাব দিয়েছেন এভাবে, আপনারাও সাউন্ড পাচ্ছেন না তো? পাবেন কী করে, কারণ পুরো গান আসতে অপেক্ষা আরও কয়েক দিনের। পরে অন্য এক পোস্টে এ অভিনেত্রী জানান, আগামী ২৪ সেপ্টেম্বর পুরো গানটি প্রকাশ করা হবে। ওই পোস্টের নিচেও ভক্তদের কমেন্টের ঝড় বয়ে যায়। তবে ভক্তরা এখানে মিমির উদ্দেশে জানিয়েছেন, দারুণ কায়দা করে মন জিতে নিয়েছেন অভিনেত্রী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন