বিয়ের পরে শারীরিক দূরত্ব বাড়ে যে কারণে
বিয়ের পরে জীবনে অনেক পরিবর্তন আসে। সেসবের সঙ্গে মানিয়ে নিতে পারলে ধীরে ধীরে সমস্যা সৃষ্টি হতে থাকে। দুজনের ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সম্পর্ক সুন্দর রাখা সম্ভব হয়। অন্যথায় বাড়ে দূরত্ব। অনেকের ধারণা থাকতে পারে বিয়ে হয়ে গেলেই আর আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু একটি সম্পর্ক আজীবন সুন্দর রাখতে হলে তার যত্ন নিতে হবে প্রতিদিন।
ঠিকভাবে যত্ন নিতে না পারলে সম্পর্কগুলো খুব দ্রুতই রং হারায়। স্বামী-স্ত্রীর মধ্যে বাড়ে মানসিক ও শারীরিক দূরত্ব। সেখান থেকে পথ শুরু হয় ভাঙনের। তাই সম্পর্ক খারাপ হতে শুরু করলে ঠিক কোথায় ভুল হচ্ছে তা খুঁজে বের করতে হবে। দুজনের আগ্রহ ও একসঙ্গে থাকার আকাঙ্ক্ষা থাকলে সমাধান বের করা সহজ হবে। জেনে নিন কোন ভুলগুলোর কারণে বাড়ে দূরত্ব-
একসঙ্গে সময় না কাটালে
সম্পর্ক ভালো রাখার অন্যতম উপায় হচ্ছে একসঙ্গে সময় কাটানো। এতে দুজনের মধ্যে অনেক সুন্দর স্মৃতির জন্ম হয়। পরস্পরকে সময় না দেওয়া থেকেই শুরু হয় সমস্যার। তাই নিজেদের মতো করে সময় কাটাতে হবে। কথা আর গল্প ভাগাভাগি করে নিতে হবে। নিজেদের আরও বেশি সময় দিতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- শারীরিক সম্পর্ক
- বিবাহিত জীবন