অবসরের ভাবনা নেই মদ্রিচের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৫

বয়স হয়ে গেছে ৩৭। ফুটবলার হিসেবে লুকা মদ্রিচ ঢুকে পড়েছেন ‘বুড়োদের’ কাতারে। অনেকের ধারণা, হয়তো কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। তার মনে কি অবসরের চিন্তা উঁকিঝুঁকি মারছে? ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত তেমন কোনো ভাবনা তার নেই।


বিশ্ব ফুটবলে সেরা মিডফিল্ডারদের একজন মনে করা হয় মদ্রিচকে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফর্ম করেন তিনি। ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে নতুন মৌসুমের শুরুটাও হয়েছে দারুণ।


ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। গত বিশ্বকাপে তারা খেলেছিল ফাইনালে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন মদ্রিচ। ওই বছর রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি জিতেছিলেন ২০১৮ সালের ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও