চিজ অমলেট তৈরির রেসিপি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪

সকালের নাস্তায় ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিজ অমলেট। এটি খেতে সুস্বাদু এবং পুষ্টিকরও। সব বয়সীদের কাছেও এটি পছন্দের খাবার। বিশেষ করে শিশুরা খেতে বেশি পছন্দ করে। চলুন তবে জেনে নেওয়া যাক চিজ অমলেট তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে


ডিম- ৩টি


ময়দা- ৪ টেবিল চামচ


বেকিং পাউডার- ১/২ চা চামচ


কোড়ানো চিজ- ১০০ গ্রাম


বাটা পেঁয়াজ- ১ টেবিল চামচ


লবণ- স্বাদমতো


গোল মরিচ- স্বাদমতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও