You have reached your daily news limit

Please log in to continue


২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১৪.১৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ এবং গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৬৫ জন ঢাকা বিভাগের, ১৭ জন ময়মনসিংহ বিভাগের, ২৬ জন চট্টগ্রাম বিভাগের, ৩৫ জন রাজশাহী বিভাগের, ৭ জন রংপুর বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ১১ জন বরিশাল বিভাগের ও ১০ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৬ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন