নতুন মেকানিক্যাল কিবোর্ড
সমকাল
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩
নতুন দুই মডেলের মেকানিক্যাল কিবোর্ড এনেছে ওয়ালটন। কেএমজিরোটু এবং কেএমজিরোথ্রি মডেলের সাশ্রয়ী মূল্যের দ্রুতগতির এই কিবোর্ড যেমন টেকসই, তেমনই আকর্ষণীয়। অনলাইনের ই-প্লাজা থেকে কেনার ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়। ব্ল্যাক ও গ্রে রঙের নতুন মেকানিক্যাল কিবোর্ডের ওজন ৬৫০ গ্রাম। প্রতিটি কিবোর্ডে রয়েছে ২৫টি এন্টি-ঘোস্ট কি'সহ ১০৪টি কি বা বাটন। কিবোর্ডটিতে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার কেবল ইত্যাদি। দাম যথাক্রমে ২ হাজার ৫০ ও ২ হাজার ২৫০ টাকা।
ই-প্লাজা থেকে কেনা যাবে ১ হাজার ৭৪২ এবং ১ হাজার ৯১২ টাকায়। এছাড়া ৩০টির বেশি মডেলের আরজিবি গেমিং, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস ও ওয়্যারড কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো রয়েছে। এগুলোর দাম ২৭৫ থেকে ২ হাজার ৩৫০ টাকা। ওয়ালটন কিবোর্ডে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কীবোর্ড
- বাজারে এলো
- ওয়ালটন
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে