You have reached your daily news limit

Please log in to continue


বৃদ্ধার পেটে অস্ত্রোপচার, বের হলো ৫৫টি ব্যাটারি!

বিষণ্ণতার কারণে নিজের ক্ষতি করতে চেয়েছিলেন। তাই পরপর ব্যাটারি খেয়ে ফেলেছেন এক বৃদ্ধা। অস্ত্রপচার করতে গিয়ে চিকিৎসকদের চোখ কপালে উঠে গিয়েছিল। কারণ ৫টা বা ১০টা নয়, বৃদ্ধার পেটে থেকে মোট ৫৫টি ব্যাটারি বের করা হয়।

ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনে। জানা গিয়েছে, ৬৬ বছর বয়সি এক বৃদ্ধার পেট থেকে ‘ডবল এ’ এবং ‘ট্রিপল এ’ আকারের মোট ৫৫টি ব্যাটারি উদ্ধার করেছেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশিত হয় আয়রিশ মেডিক্যাল জার্নালে।  

প্রতিবেদনে বলা হয়, মহিলার পেটে এক্স-রে করে অগনিত ব্যাটারি দেখা যায়। চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করেছিলেন যে মহিলা মলত্যাগ করলে ব্যাটারিগুলি বেরিয়ে আসবে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পরে পর্যন্ত মহিলার মল দিয়ে মাত্র পাঁচটি ব্যাটারি বের হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন