শ্রীলঙ্কার বার্ষিক মুদ্রাস্ফীতি ৭০% ছাড়িয়েছে

কালের কণ্ঠ শ্রীলঙ্কা প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪

শ্রীলঙ্কার বার্ষিক মুদ্রাস্ফীতির হার আগস্ট মাসে ৭০% ছাড়িয়ে গেছে। মুদ্রাস্ফীতির হার উঠেছে ৭০.২ শতাংশে। দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি এখন ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়ছে।


দেশটির সরকারি তথ্য বলছে, খাবারের দাম এক বছর আগের তুলনায় ৮৪.৬ শতাংশ বেড়েছে।


২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কা এ বছর চরম বৈদেশিক মুদ্রার ঘাটতিতে পড়ায় আর্থিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি, সার ও ওষুধসহ জরুরি পণ্য আমদানি করতে পারছে না তারা।


গত মাসে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কমবে বলে আশা প্রকাশ করেছিল। কারণ মূল্যস্ফীতি প্রায় ৭০% এ ওঠার পর তখন দেশের অর্থনীতির গতি মন্থর হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও