হাতের ব্যথাও হতে পারে প্রাণঘাতী হার্ট অ্যাটাকের লক্ষণ, সতর্ক করলেন চিকিৎসক
Symptoms of Heart Attack: হার্ট অ্যাটাকের সমস্যা এখন খুবই বেড়েছে। প্রচুর মানুষ এই অসুখে আক্রান্ত। এমনকী অনেক কম বয়সেই এই সমস্যা বাড়ছে। ঠিক সময়ে হার্ট অ্যাটাকের লক্ষণ (Heart Attack Symptoms) জানতে পারলে অনেক সময়ই প্রাণ বাঁচে। তাই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতেই হবে।
এই প্রসঙ্গে কলকাতার
বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র বলেন, আসলে আমাদের হার্টের মধ্যে কিছু রক্তনালী রয়েছে। হার্টে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে যায় করোনারি আর্টারি দিয়ে। এবার সেখানেই যদি কোনও কারণে প্লাক (Plaque) বা ময়লা জমে তবে রক্ত চলাচল ঠিকমতো হয় না। এই সময় হয় হার্ট অ্যাটাক (Heart Attack)।
ডা: আশিস মিত্র আরও জানান, আগে যেখানে ৫০-এর উপরে হার্ট অ্যাটাক দেখা যেত, সেখানে এখন খুবই কম বয়সে এই অসুখ হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক না হতে পারলে অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়ে যায়। প্রাণহানীও সম্ভব। তাই প্রতিটি মানুষকে বলব সতর্ক হয়ে যেতে। তবেই আপনি ভালো থাকতে পারবেন। তবে মনে রাখতে হবে যে কিছু ভিটামিন ও খনিজের অভাবে এই রোগ হতে পারে।