পূজার প্রস্তুতি: উচ্ছ্বাস-শঙ্কা দুটোই আছে
আর কিছু দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এজন্য ব্যস্ত সময় পার করছেন রাজধানীর পুরান ঢাকার প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রঙ ও প্রতিমা সাজানোর কাজ। রঙ তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। আশ্বিন মাসের দশ দিন ধরেই দুর্গাপূজার উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। যদিও উৎসব শুরু হয় ষষ্ঠী থেকে।
দুর্গাপূজার পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। রাজধানীজুড়েই পূজা হয়। তবে সবচেয়ে জমজমাট পূজা উদযাপন করা হয় রাজধানীর পুরান ঢাকাকে কেন্দ্র করে। সরেজমিন দেখা যায়, পুরান ঢাকার শাঁখারিবাজার, নর্থব্রুক হল রোড, শ্রী শ্রী কালী মন্দিরসহ বেশ কয়েকটি জায়গায় একমাস ধরে নিরলসভাবে প্রতিমা তৈরি করে চলেছেন শিল্পীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুর্গাপূজা
- পূজা
- দুর্গা পূজা
- মহাসপ্তমী