কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাশ্মীরে হাশমির ওপর আক্রমণ হয়নি!

দেশ রূপান্তর প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০

গত মঙ্গলবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ‘গ্রাউন্ড জিরো’ সিনেমার শ্যুটিংয়ের ফাঁকে ভারতের জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ের বাজারে ঘুরতে বের হলে বলিউড তারকা ইমরান হাশমিকে লক্ষ্য করে এক ব্যক্তি পাথর ছুড়েছেন। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে এক টুইটে ইমরান হাশমি লিখেছেন, ‘কাশ্মীরের মানুষের হৃদয় স্নেহে পূর্ণ, শ্রীনগর ও পাহেলগাঁওয়ে খোশমেজাজে শ্যুটিং করছি আমরা। আমাকে পাথর ছুড়ে মারার যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়।’


হাশমির নতুন সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেনাদের ওপর নির্মিত। এর আগে এই ছবির শ্যুটিং শ্রীনগরে হয়েছিল। ইমরান ১৪ দিনের মতো শ্রীনগরে ছিলেন। ‘গ্রাউন্ড জিরো’ পরিচালনা করছেন তেজস দেউস্কর। এই ছবিতে আরও আছেন সাই মাঞ্জারকার আর জোয়া হুসেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্যুটিংয়ের জন্য বিখ্যাত কাশ্মীর নব্বই দশকের পর বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি নতুন করে খুলছে কাশ্মীরের সিনেমা হলগুলো। দীর্ঘদিন পর কাশ্মীরকে বলিউড ছবির শ্যুটিংয়ের হটস্পট করে তুলতে নতুন করে উদ্যোগ নিয়েছে সেখানকার প্রশাসন। তাই এরইমধ্যে প্রায় ৫০০টি নতুন ছবির শ্যুটিংয়ের আবেদন জমা পড়ছে। শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতের সিনেমা নির্মাতারও উপত্যকায় শ্যুটিং করতে আগ্রহী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও