কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কোহিনুর তুমি কার?

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার প্রতি শোক জানানোর পাশাপাশি পুরনো এক বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের সরব থাকতে দেখা যাচ্ছে। তারা রাজমুকুটের কোহিনুরটি ফেরত চান। কেন তারা এটি বারবার চাইছেন? শুধু ভারত নয়, পাকিস্তান, ইরান, আফগানিস্তানও এটির দাবিদার কেন? লিখেছেন তৃষা বড়ুয়া    

আধিপত্যের প্রতীক

টানা সাত দশক রাজ্য পরিচালনা করে ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। তার বড় ছেলে চার্লস এখন ব্রিটেনের রাজা ও তার স্ত্রী ক্যামিলা পার্কার কুইন কনসর্ট। রানীর মাথায় কোহিনুরসহ মূল্যবান পাথর বসানো চোখ ধাঁধানো মুকুট অনেকেই দেখেছেন। তার মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে দামি ওই হীরা রাজা চার্লস নাকি কুইন কনসর্ট ক্যামিলার মাথায় শোভা পাবে, এ নিয়ে গুঞ্জন উঠেছে।  ব্রিটিশ রাজবংশের রীতি অনুযায়ী, আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে প্রথমবারের মতো রাজমুকুটটি পরবেন রাজা তৃতীয় চার্লস। অনুষ্ঠান শেষে তিনি এটি যুক্তরাজ্যের সবচেয়ে অভিজাত গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রেখে যাবেন। গির্জাটি ১০৬৬ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের উপাসনালয়। এরপর মা রানী এলিজাবেথের মতো যুক্তরাজ্য পার্লামেন্টের অধিবেশন শুরুর দিন থেকে শুরু করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে কোহিনুরের ওই মুকুট পরবেন চার্লস। অবশ্য মুকুটের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, রানীর মৃত্যুর পর এটি পরার অধিকার পরবর্তী রানী পান। সেই হিসেবে কুইন কনসর্ট ক্যামিলার মাথায় রাজমুকুটটি দেখতে পাওয়ার সম্ভাবনা আছে।           

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন