কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাড়ের ইনফেকশনে সতর্ক থাকুন

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৪

হাড়ের ইনফেকশনকে বলে অস্টিওমাইলাইটিস। এক্ষেত্রে হাড় ও অস্থিমজ্জায় সংক্রমণ ও প্রদাহ হয়। সংক্রমণ রক্তের মাধ্যমে বা নিকটবর্তী টিস্যু থেকে ছড়াতে পারে। আবার হাড় থেকেও হতে পারে, যদি হাড়টি আঘাত পেয়ে জীবাণুর সংস্পর্শে আসে। যেসব মানুষ ধূমপান করেন এবং যারা দীর্ঘস্থায়ী রোগে, যেমন- ডায়াবেটিস, কিডনির বিকলতায় ভুগছেন, তাদের অস্টিওমাইলাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। একসময় অস্টিওমাইলাইটিসের চিকিৎসা সহজ ছিল না। বর্তমানে সফলভাবে চিকিৎসা প্রদান করা হয়। যাদের হাড় মরে যায়, তাদের অপারেশন করে মৃত হাড় অপসারণ করতে হয়।


উপসর্গ : অস্টিওমাইলাইটিসের উপসর্গের মধ্যে রয়েছে- জ্বর; ইনফেকশনের স্থান ফুলে যাওয়া, গরম হওয়া ও লাল হয়ে যাওয়া; ইনফেকশনের স্থানে ব্যথা হওয়া; অবসন্নতা ইত্যাদি। অস্টিওমাইলাইটিসে কখনো কখনো কোনো উপসর্গ নাও থাকতে পারে। কখনো কখনো উপসর্গগুলো অন্য সমস্যা থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। এটি নবজাতক, বয়স্ক লোক ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য বেশি সত্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও