২০২৬ সালে অ্যাপে ব্যয় ২৩ হাজার কোটি ডলার ছাড়াবে
২০২৬ সাল নাগাদ প্রিমিয়াম অ্যাপে ভোক্তা ব্যয়, অ্যাপে কেনাকাটা ও বিভিন্ন সাবস্ক্রিপশন বাবদ ব্যয় ২৩ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়াবে, ২০২১ সালের ১৩ হাজার ২০০ কোটি ডলারের তুলনায় যা ৭১ শতাংশ বেশি। বাজার বিশ্লেষক সংস্থা সেন্সর টাওয়ারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২১-২৬ সালের মধ্যে অ্যাপে কেনাকাটা ও ব্যয়ের সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধি হার (সিএজিআর) থাকবে ১২ শতাংশ। করোনা মহামারীর শুরুর দিনগুলোয় অ্যাপে কেনাকাটা ও অর্থ ব্যয় চূড়ায় পৌঁছার পর চলতি বছর স্থিতিশীল হয়েছে। তবে সামনের বছরগুলোয় অ্যাপে অর্থ ব্যয়ের পরিমাণ ঊর্ধ্বমুখী থাকবে। সেন্সর টাওয়ারের পূর্বাভাস, ২০২৬ সালে অ্যাপে কেনাকাটার পরিমাণ ২৩ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়াবে। অ্যাপলের অ্যাপ স্টোরের সিএজিআর থাকবে ১৩ দশমিক ৭ শতাংশ। ২০২৬ সাল নাগাদ অ্যাপ স্টোরে বার্ষিক অর্থ ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ১৬ হাজার ১০০ কোটি ডলার। অন্যদিকে ৮ দশমিক ৯ শতাংশ সিএজিআরে গুগল প্লেতে ২০২৬ সালে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৭ হাজার ২০০ কোটি ডলার।
ভোক্তা ব্যয়ে উভয় প্লাটফর্মেই শীর্ষস্থান থাকবে যুক্তরাষ্ট্রের। ১৬ দশমিক ৫ শতাংশ সিএজিআরে ২০২৬ সাল নাগাদ অ্যাপে মার্কিন ভোক্তাদের ব্যয় দাঁড়াবে ৮ হাজার ৬০০ কোটি ডলার। অ্যাপলের অ্যাপ স্টোরে মার্কিন ভোক্তাদের ব্যয় হবে ৫ হাজার ৯৫০ কোটি ডলার এবং গুগল প্লেতে ২ হাজার ৭৪০ কোটি ডলার।