সাদা চুল কালো করুন প্রাকৃতিক উপায়ে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯

জীবনযাপনের অনিয়ম, দূষণসহ বিভিন্ন কারণে আজকাল সময়ের আগেই পেকে যায় চুল। কেমিক্যাল ডাই চুলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই রাসায়নিকের বদলে বেছে নিন প্রাকৃতিক বিকল্প।


কালো চায়ের নির্যাস
এক কাপ পানিতে দুই চা চামচ চা পাতা ফুটিয়ে ঠান্ডা করে নিন। ছেঁকে এই চা ঢেলে দিন চুলে। মিনিট দুয়েক ম্যাসাজ করে একঘণ্টা রেখে দিন। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন কালো চায়ের নির্যাস।


কারিপাতার তেল
৩ টেবিল চামচ নারকেল তেলে একমুঠো কারিপাতা দিয়ে ফোটান। তেল ঠান্ডা হলে ছেঁকে সময় নিয়ে ম্যাসাজ করুন চুলে। আধঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


আমলকীর তেল
১ কাপ নারিকেল তেলে কয়েকটি শুকনো আমলকী ফেলে গরম করুন। তেল ফুটতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। প্রতিবার ব্যবহারের সময় পরিমাণ মতো তেল নিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করুন। রাতে ঘুমানোর আগে লাগিয়ে পরদিন সকালে ধুয়ে ফেললে দ্রুত ফল পাবেন। সপ্তাহে অন্তত তিনবার এই পদ্ধতি অনুসরণ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও