গোলাগুলি থামেনি, আতঙ্ক নিয়েই বসবাস তুমব্রু সীমান্তে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলি চলছে। এর ফলে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কয়েকটি গোলার শব্দ শুনতে পেয়েছেন তারা।
রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মীদের মধ্যে চলমান সংঘর্ষে গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ সকালে মিয়ানমারের ভেতরে তুমব্রু রাইট ক্যাম্প থেকে পূর্ব দিকে ভারী গোলার শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এর আগে গত শুক্রবার রাতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল পড়ে ঘুমধুমের কোনারপাড়া এলাকায় এক রোঙিঙ্গা নিহত ও পাঁচ জন আহত হয়। এরপর থেকে প্রতি মুহূর্তে ভয় ও আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার বাসীদের।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের বাসিন্দাদের নির্যাতন ও অবরুদ্ধ করে রাখার ফলে অনেকেই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। কেউ কেউ কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের মন্ডু সীমান্তে অবস্থান করছে। তবে বিজিবির কড়া নিরাপত্তায় এখনেও তুমব্রু সীমান্ত দিয়ে কোনও রোহিঙ্গা প্রবেশ করতে পারেনি।’