গোয়াতে নজরবন্দি ৫ বাংলাদেশি

সমকাল গোয়া প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৫

অবৈধভাবে ভারতে প্রবেশ ও গত ১০ বছরের বেশি সময় ভারতে বসবাসের অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে নজরবন্দির নির্দেশ দিয়েছে গোয়ায় অবস্থিত 'ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস' বা (এফআরআরও)।


এই পাঁচ বাংলাদেশি হলেন মোহাম্মদ আনোয়ার আখন, হিলাল আখন, হাসান মিয়া, নুরজাহান বেগম ও রাজা আখন। বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশের পর প্রথম পাঁচ বছর ব্যাঙ্গালোরে থাকলেও শেষ পাঁচ বছর গোয়াতে ভাঙারি (টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা) সংগ্রহের কাজ করতেন তারা।  


বিদেশিদের কাছে জনপ্রিয় ভারতের গোয়াতে বাংলাদেশিসহ আবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের গতিবিধির উপর সম্প্রতি নজর রাখা ও তাদের চিহ্নিতকরণের ব্যাপারে কাজ শুরু করেছে পুলিশের সন্ত্রাস দমন শাখা বা অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। গোয়া পুলিশের এটিএসের পুলিশ ইন্সপেক্টর ভিলেশ দূর্ভাতকারসহ অন্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তারকৃত পাঁচ নাগরিকই বাংলাদেশি। বেশ কিছুদিন ধরে তাদের উপরে নজরদারি চালানো হয়। শেষ পাঁচ বছর ধরে গোয়ার বিচোলিম এলাকায় এবং তার আগের পাঁচ বছর ব্যাঙ্গালোরের ভাল্পই এলাকায় বসবাস করছিলেন তারা। বিষয়টি এটিএসের নজরে আসতেই এফআরআরও কে অবহিত করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে