মশা তাড়াতে এসব ভুল করা যাবে না
ডেঙ্গু যে মশা দিয়ে ছড়ায়, তা কে না জানে? কিন্তু মশা তাড়ানোর সঠিক উপায় হয়তো সবার জানা নেই। কেউ হয়তো প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতে নিমের তেলের ওপর ভরসা করেন। অনেকে আবার বলেন, তুলসীগাছ থাকলে মশা আসে না। এগুলোর কতটা কার্যকর, তার কোনো বৈজ্ঞানিকভাবে নির্ভরযোগ্য তথ্য আমাদের হাতে নেই।
তবে দিনে-রাতে মশা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় যে মশারি, এ ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই। জানালা এবং বারান্দাতেও মশারোধী নেট বা জালি লাগিয়ে নেওয়া উচিত। অনেকে আবার মশা তাড়াতে স্প্রে ব্যবহার করেন, কারও আবার কয়েল পছন্দ। এগুলোরও রয়েছে স্বাস্থ্যঝুঁকি। আবার সন্ধ্যায় স্প্রে করে বা কয়েল জ্বালিয়েই মশা থেকে সারা রাত সুরক্ষিত থাকবেন, এ রকমটাও কিন্তু নয়। এসব উপকরণ বারবার ব্যবহারে স্বাস্থ্যঝুঁকিও বাড়ে। এমনই আরও নানা তথ্য জানালেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শাহনূর শারমিন।