সরকার বলছে, গুমের অভিযোগের তদন্ত হয়
প্রথম আলো
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪২
গুমের প্রায় সব অভিযোগের তথ্য জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটিকে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, কোনো ব্যক্তি নিখোঁজ বলে জানানো হলে স্বজনদের দেওয়া তথ্য আইন অনুযায়ী যথাযথ তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীকে উদ্ধারে সরকার বদ্ধপরিকর।
বাংলাদেশের পক্ষ থেকে এ–ও বলা হয়েছে, অনেক ক্ষেত্রে গুমের শিকার বলে ধারণা করা ব্যক্তি ফেরত এসে প্রমাণ করেছেন, গুমের অভিযোগ ঠিক নয়।
সুইজারল্যান্ডের জেনেভায় চলমান মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে গতকাল মঙ্গলবার সকালে গুমবিষয়ক বিশেষজ্ঞ কমিটি ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সের সর্বসাম্প্রতিক প্রতিবেদন পেশের পর তা নিয়ে আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়।