ডিমেনশিয়া রোগীদের জন্য দরকার কেয়ার গিভার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪০

ষাটোর্ধ্ব রাহিমা বেগম ডিমেনশিয়ায় (ভুলে যাওয়া রোগ) ভুগছেন বেশ কয়েক বছর ধরে। তার চলাফেরাতেও অনেক কষ্ট। মেয়ে আতিয়া দেখভাল করেন তার। আতিয়া চাকরিজীবী। মায়ের দেখভালকে প্রাধান্য দিতে গিয়ে চাকরি নিয়ে হিমশিম খেতে হয় তাকে। অফিসের জরুরি কাজ পড়লে কাউকে ম্যানেজ করে বাড়িতে রেখে যান। তবে এভাবে কতদিন– প্রশ্ন আতিয়ার। একজন কেয়ার গিভার থাকলে কিছুটা সহায়ক হতো বলেও তিনি উল্লেখ করেন।


মস্তিষ্কের রোগ আলঝেইমার্স ও ডিমেনশিয়া রোগের মধ্যে বয়সভেদে পার্থক্য রয়েছে। ডিমেনশিয়ার কারণে যেকোনও বয়সেই স্মৃতি হারিয়ে যেতে পারে। অন্যদিকে আলঝেইমার্স রোগের সঙ্গে বয়স বাড়ার একটি সম্পর্ক রয়েছে। সাধারণত ৬৫ বছর ও এরপর থেকেই এই রোগের ঝুঁকি বাড়তে থাকে। কিন্তু ডিমেনশিয়া ও আলঝেইমার্স উভয় রোগের ক্ষেত্রেই স্মৃতি হারিয়ে যায় বলে প্রায়শই এই দুইয়ের এক সঙ্গে আলোচনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও