চোখ উঠলে আতঙ্কিত হবেন না

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৮

সম্প্রতি বেড়ে গেছে চোখ ওঠা রোগীর সংখ্যা। কিন্তু এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্কতা প্রয়োজন। চোখ উঠলে কখনো এক চোখ, কখনো দুচোখই জ্বালাপোড়া করে এবং লাল হয়ে চোখ ফুলে ওঠে। চোখজ্বলা, চুলকানি, খচখচে ভাব থাকা, চোখ থেকে পানি পড়া, চোখে বারবার সাদা ময়লা আসা, কিছু ক্ষেত্রে চোখে তীব্র ব্যথা এ রোগের অন্যতম প্রধান লক্ষণ। অ্যালার্জিসহ নানা করণে চোখ উঠে থাকে। ভোগায় অ্যালার্জিক কনজাংটিভাইটিসে।


কনজাংটিভাইটিস কী : চোখের ভাইরাসজনিত ইনফেকশনের নামই কনজাংটিভাইটিস। এটি অতিমাত্রায় ছোঁয়াচে রোগ। কনজাংটিভা নামে চোখের পর্দায় প্রদাহ হলে তাকে বলে চোখ ওঠা রোগ। গরম ও বর্ষাকালে এ রোগ বাড়ে। ব্যাকটেরিয়া ও অ্যালার্জির কারণে চোখ ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও