কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়ায় যোগ দিতে এ সপ্তাহেই গণভোট করবে দোনেৎস্ক–লুহানস্ক

www.ajkerpatrika.com রাশিয়া প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:১১

রাশিয়ায় যোগ দিতে চলতি সপ্তাহেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের স্বঘোষিত স্বাধীন অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্র। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনে যোগ দিতে স্ব-ঘোষিত দোনেৎস্ক পিপল’স রিপাবলিকের (ডিপিআর) পিপল’স কাউন্সিল চলতি সপ্তাহের শেষ দিকে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।



সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ডিপিআর এর নেতা দেনিস পুশিলিন জানিয়েছেন—নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দুই পদ্ধতিতে ভোট নেওয়া হবে। ভোটারেরা সরাসরি ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন এবং যারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাঁরা বাড়িতে থেকেই ভোট দিতে পারবেন। পুশিলিন বলেছেন, ‘এই ভোটের জন্য মাত্র একদিন বরাদ্দ থাকবে।’


দোনেৎস্ক ছাড়াও স্বঘোষিত লুহানস্ক পিপল’স রিপাবলিকের (এলপিআর) নেতা লিওনিদ পাসেনিকও রাশিয়ান ফেডারেশনে প্রবেশের বিষয়ে গণভোট নিয়ে একটি আইনে সাক্ষর করেছেন। লুহানস্করে নিজস্ব সংবাদমাধ্যম লুহানস্ক মিডিয়া সেন্টারের বরাত দিয়ে সিএনএন বিষয়টি জানিয়েছে। পাসেনিক আইনটিতে স্বাক্ষরের পরপরই এলপিআর–এর পিপল’স কাউন্সিলের চেয়ারম্যান দেনিস মিরোশনিশেঙ্কো কাউন্সিলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস করেন।



মিরোশনিশেঙ্কো বলেছেন, ‘এলপিআর–এর প্রধান রাশিয়ান ফেডারেশনের একটি উপাদান সত্তা হিসেবে ফেডারেশনে যোগদানের বিষয়ে গণভোট আয়োজনে একটি আইনে স্বাক্ষর করেছেন।’ তিনি জানান, আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর যেকোনো দিন গণভোট অনুষ্ঠিত হতে পারে। স্থানীয় একটি সংবাদমাধ্যম লুগ–ইনফো জানিয়েছে, গণভোটে প্রশ্ন রাখা হতে পারে—‘আপনি কি এলপিআর–এর রাশিয়ান ফেডারেশনে যোগ দেওয়ার পক্ষে?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও