You have reached your daily news limit

Please log in to continue


বিএনপির মিছিলে হামলা: আওয়ামী লীগ-যুবলীগের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা খারিজ

রাজধানীর মিরপুরে বিএনপির ঢাকা উত্তরের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করা হয়েছে।

ঢাকা বার অ্যাসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বাদী হয়ে মামলাটি করেন।

আদালত আদেশে বলেন, মামলার বাদী এই ঘটনায় কোনো ভুক্তভোগী নন। তিনি প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষীও ছিলেন না

। দলীয় উচ্চপদস্থ কেউ তাঁকে মামলা করতে ক্ষমতা অর্পণও করেননি। উপরন্তু বাদীর অভিযোগের সমর্থনে মামলাটি আমলে নেওয়ার মতো কোনো উপাদান নেই। তাই খারিজ করা হলো।  আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান। বিকেলে আদালত আরজি পর্যালোচনা করে মামলাটি খারিজ করে দেন। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন