কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আফগান শিক্ষার্থীকে পাশে নিয়ে জাতিসংঘে ভাষণের প্রস্তুতি মালালার

প্রথম আলো প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২

আফগান শিক্ষার্থী ও প্রকৌশলী সোমাইয়া ফারুকির পাশে দাঁড়ানো নিজের একটি ছবি প্রকাশ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। গতকাল সোমবার মালালা ফান্ড ইনস্টাগ্রাম আইডিতে ছবিটি প্রকাশ করা হয়। এতে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি অধিবেশনে ভাষণের জন্য অনুশীলন করতে দেখা যায় মালালাকে। খবর জিও নিউজের।


নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের শিক্ষাসংক্রান্ত একটি অধিবেশনে ভাষণ দেবেন মালালা। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের আজকের অধিবেশনের আগে মিষ্টি অনুশীলন পর্ব’।


সোমাইয়ার পরিচয় তুলে ধরে পোস্টে আরও লেখা হয়েছে, মালালা, জলবায়ু আন্দোলনের কর্মী ভেনেসা নাকাতে ও ইউক্রেনের শিক্ষার্থী ইয়েলিজাভেতা পসিভিঞ্চের পাশাপাশি তিনিও বিশ্বনেতাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্যে মেয়েদের শিক্ষার প্রতিবন্ধকতার বিষয়ে জোর দেবেন তাঁরা।


ছবির ক্যাপশনে আরও লেখা হয়, ‘সোমাইয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো—অধিবেশন কক্ষে বিশ্বের প্রভাবশালী নেতারা উপস্থিত থাকবেন। তিনি বলতে পারবেন, আফগান মেয়েদের বৈশ্বিক রাজনীতির ভুক্তভোগী বানাবেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও