খিলগাঁওয়ে বড় জমায়েত, দুইটা থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগেই ঘোষণা দিয়েছিলেন, খিলগাঁওয়ে সমাবেশের অনুমতি দেওয়া না হলেও সমাবেশ করবেন। আজ অবশ্য জোড়পুকুর খেলার মাঠের পাশের সড়কে সমাবেশের অনুমতি মিলেছে। বেলা তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও পৌনে দুইটা থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
এদিকে বাঁশের লাঠি হাতে নিয়ে সমাবেশে অনেককে অংশ নিতে দেখা গেছে। যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা লাঠিতে বাংলাদেশের পতাকা টাঙিয়ে রেখেছেন।
খিলগাঁওয়ের যে এলাকায় আজ বিএনপি সমাবেশ করছে, এটি মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা। এ এলাকা থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহত ঘটনায় ১১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।