You have reached your daily news limit

Please log in to continue


প্রথম টি২০তে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি আজ

সাত ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। করচি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

২০০৫ সালের পর পাকিস্তানের মাটিতে যেকোনো সংস্করণে প্রথমবার সিরিজ খেলতে নামছে ইংলিশরা। কুড়ি ওভারের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের টি২০ সিরিজেও এটি। সিরিজের চারটি ম্যাচ করাচিতে এবং তিনটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে।

২০০৫ সালে মার্কাস ট্রেসকোথিকের নেতৃত্বে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং মাইকেল ভনের নেতৃত্বে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যায় ইংল্যান্ড। এরপর ২০০৯ সালে শ্রীলংকার টিম বহরে সন্ত্রাসীদের হামলার পর দক্ষিণ এশিয়ার দেশটিতে আর সফরে যায়নি দলটি। কিন্তু গত কয়েক বছরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ের মতো দলগুলো সফর করেছে। তাদের বিপক্ষে সিরিজ আয়োজনে সফল হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার সফরে এসেছে ইংল্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন