You have reached your daily news limit

Please log in to continue


সুযোগ না পাওয়া সেই বিশ্ববিদ্যালয়ে 'মধ্যমণি' হয়ে উঠলেন ফারিয়া

দশ বছর আগের ঘটনা। নুসরাত ফারিয়া তখন চিত্রনায়িকা হয়ে উঠেননি। ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন। চেষ্টা করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির। কিন্তু চান্স হয়নি তার। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ায় ফারিয়া পড়াশুনাই ছেড়ে দেন। চার-পাঁচ বছরের গ্যাপ দিয়ে অবশ্য পড়ে গ্রাজুয়েশন করেন।  


সেই ফারিয়া এখন চিত্রনায়িকা, ঢাকার ছবির জনপ্রিয় নায়িকা। নিয়মিত অভিনয় করছেন কলকাতার ছবিতে। দেশ-বিদেশে তার ভক্তের ছড়াছড়ি।  

যে বিশ্ববিদ্যালয়ে ১০ বছর আগে ভর্তির সুযোগ হয়নি সেই বিশ্ববিদ্যালয়ে ফারিয়া চিত্রনায়িকা হয়ে পা রাখলেন। জানান দিলেন, বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলেও জীবন তাঁর থেমে থাকেনি। নিজের মতো করে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। 

জাবি ক্যাম্পাসে যাওয়ার পর শিক্ষার্থীদের কাছে মধ্যমণি হয়ে উঠলেন এই নায়িকা। তার সঙ্গে সেলফি তুলতে ছুটে এলেন শিক্ষার্থীরা। গাইলেন তার সঙ্গে, নাচলেনও মঞ্চে। 


রোববার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান ফারিয়া। বিশ্ববিদ্যালয়টির ফিল্ম বিষয়ক গ্রুপের তদারকিতে সেখানে যায় ছবির টিম। উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ার বিষয়টি শেয়ার করেন ফারিয়া। তিনি বলেন, ‘দশ বছর আগে এখানে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, চান্স পাইনি। তারপর আমি ইউনিভার্সিটিতেই পড়িনি। আমার লক্ষ্য ছিল, ভালো কোনো জায়গায় চান্স না পেলে পড়াশোনাই করব না। এরপর চার-পাঁচ বছর গ্যাপ নিয়েছি। একটা সময় ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি করেছি। কিন্তু পড়াশোনা শেষ করেছি। আমি ভীষণ খুশি, কারণ এই বিশ্ববিদ্যালয় (জাহাঙ্গীরনগর) যেকোনো কারণেই হোক আমার জীবনের একটি অংশ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন