কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাতায় দিদিমণির ছবি আঁকল পড়ুয়ারা, ছাত্রদের কল্পনায় নিজের প্রতিকৃতি দেখে কী করলেন শিক্ষিকা?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৪

শিক্ষার সঙ্গে শিল্পের যোগ নিবিড়। তাই পড়াশোনার আরম্ভ থেকেই সেই যোগাযোগটি শেখানো দরকার খুদেদের। পাকিস্তানের ইসলামাবাদের এক স্কুল শিক্ষিকা সেই লক্ষ্যেই ক্লাস ওয়ানের পড়ুয়াদের বলেছিলেন তাঁর ছবি আঁকতে। খুদেরা খাতার পাতাতেই আঁকে দিদিমণির ছবি। শৈশবের কল্পনা-মাখা সেই ছবি দেখে এতই আপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষিকা যে, সেই ছবি টুইটারে প্রকাশ করেন তিনি।


নিশাত নামের ওই শিক্ষিকা টুইটারে বেশ কিছু পড়ুয়ার আঁকা ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমি প্রথম শ্রেণির পড়ুয়াদের আমার ছবি আঁকতে বলেছিলাম। দেখুন তারা কী এঁকেছে।’ ছাত্রদের আঁকা ছবির সঙ্গে সঙ্গে নিজের মাস্ক পরিহিত একটি নিজস্বীও প্রকাশ করেছেন নিশাত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে