গর্ভবতী ডায়াবেটিক মায়ের চোখের যত্ন

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫১

‘গর্ভকালীন মায়ের যত্ন’ বললেই মনে হবে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিয়মিত চেকআপ; নিয়মমাফিক কিছু রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, কিছু ভিটামিন এবং ভালো ভালো খাওয়ার উপদেশ। মা যদি হন ডায়াবেটিক, তবে পরিপর্যা এখানেই শেষ নয়। মা ডায়াবেটিসে আক্রান্ত থাকলে মনে রাখতে হবে, গর্ভকালে তার চোখের দৃষ্টিতে সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অন্যতম। আগে থেকে এ ধরনের সমস্যা বিদ্যমান থাকতে পারে, যা মায়ের জানা না-ও থাকতে পারে।


যারা ঝুঁকিতে : যাদের আগে থেকেই ডায়াবেটিস আছে এবং তা নিয়ন্ত্রণে নেই, সঙ্গে উচ্চ রক্তচাপ এবং রক্তে অতিমাত্রায় কোলেস্টেরল, মদ্যপান ও ধূমপানে অভ্যস্ত। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ না-ও দেখা দিতে পারে। এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ৪০-৪৫ শতাংশ সদ্য শনাক্ত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কমবেশি রেটিনোপ্যাথি পাওয়া যায়। এক্ষেত্রে রোগীর অর্ধেকেই জানেন না, তার চোখে সমস্যা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও