জুম আনছে ক্যালেন্ডার অ্যাপ ও মেইল সেবা
প্রথম আলো
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪১
করোনা মহামারির সময় অনলাইন ক্লাস বা মিটিংয়ের জন্য ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এত দিন ভিডিও কনফারেন্স সফটওয়্যার হিসেবে জনপ্রিয়তা পেলেও এবার গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দিতে নিজস্ব মেইল সেবা ও ক্যালেন্ডার অ্যাপ আনতে যাচ্ছে জুম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন জানিয়েছে, জুম যে মেইল সেবা আনছে তার নাম হবে ‘জেডমেইল’। আর ক্যালেন্ডার সেবার নাম হবে ‘জেডক্যাল’। এ বছরের শেষ নাগাদ এ দুটি সেবা চালু হতে পারে। নতুন সেবা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি জুম। তাই জুমের নতুন সেবা সম্পর্কে জানতে আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ই-মেইল
- ক্যালেন্ডার
- জুম অ্যাপ