দাঁত তোলার আগে সতর্কতা

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৫

নানা কারণে একটা-দুটো দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন কিশোর বয়সে বা অনেক সময় প্রাপ্তবয়স্কদের আক্কেলদাঁত ফেলতে হয়। অত্যধিক ক্ষয়, সংক্রমণের কারণে দাঁত তোলার প্রয়োজন হতে পারে।


যাঁরা আঁকাবাঁকা দাঁতের চিকিৎসায় ব্রেসেস পরেন, তাঁদেরও অনেক ক্ষেত্রে দাঁত তুলে ফেলতে হয়। কেমোথেরাপি নিচ্ছেন বা কোনো অঙ্গ প্রতিস্থাপন করতে যাচ্ছেন, তাঁদের মুখের সুস্থতায় দাঁত অপসারণ করতে হতে পারে।


দাঁত তোলার প্রক্রিয়াটি সহজ মনে করা হলেও আসলে এটি একধরনের সার্জারি বা শল্যচিকিৎসা। বেশ কিছু স্বাস্থ্যগত বিষয় এর সঙ্গে জড়িত। সতর্ক না থাকলে দাঁত তোলা থেকেও বিপদ হতে পারে।


দাঁত তোলার আগে



  • দাঁতের এক্স-রে সঙ্গে রাখতে হবে।

  • কোনো ওষুধ বা ভিটামিন সেবন করলে তা আপনার দন্তচিকিৎসককে জানাতে ভুলবেন না। যেমন হাড় ক্ষয়ের জন্য বিসফোসফোনেট–জাতীয় ওষুধ খেলে সেটি জানাবেন। কারণ, এই ওষুধ গ্রহণের আগেই দাঁত তোলা উচিত। নয়তো চোয়ালের হাড় ঝুঁকিতে পড়তে পারে।

  • হার্ট বা স্ট্রোকের রোগীরা অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল-জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করলে চিকিৎসকে জানাতে হবে।

  • দাঁত তোলার চার দিন আগে এ ওষুধগুলো বন্ধ করতে হবে।

  • যাঁদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে, তাঁদের এ দুটি নিয়ন্ত্রণে আছে কি না, দেখে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও