কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্রাটের জামিনের মেয়াদ বেড়েছে

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৩

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে আগামী ২০ অক্টোবর।


আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম।


আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আগামী শুনানির দিন পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ২০ অক্টোবর ঠিক করেছেন আদালত।


এর আগে গত ২২ আগস্ট এই বিচারিক আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন সম্রাট।


গত ২৪ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাট আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও