![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/09/19/5aae046542cfa275fa3eb4e70fdd28c2-6327d8c4a1fb6.jpg)
ইন্দিরা গান্ধীর চরিত্রে ফাতিমা
বলিউড তারকা ফাতিমা সানা শেখ অনেকবার বলেছেন, তাঁর দীর্ঘদিনের ইচ্ছা মেঘনা গুলজারের সিনেমায় অভিনয় করা। এবার তাঁর সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা স্যাম মানেকশর জীবনী নিয়ে গুলজারকন্যা মেঘনা নির্মাণ করছেন ‘স্যাম বাহাদুর’। সেই সিনেমায় ফাতিমা সানা অভিনয় করছেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। সিনেমার শুটিং প্রায় শেষ। এতে ভিকি কৌশলও অভিনয় করছেন।
ইন্দিরা গান্ধীর চরিত্রের জন্য কীভাবে নিজেকে তৈরি করেছেন, তার আভাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘ইন্দিরা—দ্য লাইফ অব নেহরু গান্ধী’ শিরোনামের একটি বইয়ের ছবি শেয়ার করেছেন ফাতিমা। ক্যাপশনে লিখেছেন, ‘তাঁর (ইন্দিরা গান্ধী) জীবনের ওপর লেখা একটি গুরুত্বপূর্ণ বই।’ চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ফাতিমা কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বলেছেন, ‘আমি সৌভাগ্যবান, বাস্তবজীবনের একজন নায়ক ও দেশপ্রেমিক মানেকশর বায়োপিকে অভিনয় করতে পারছি।’ নিজের অভিনয়-প্রতিভায় বারবার মুগ্ধ করেছেন ফাতিমা। তাই তাঁর পর্দা উপস্থিতি মানেই দর্শকের জন্য ভিন্ন কিছু। ‘স্যাম বাহাদুর’ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে রাজস্থানে।