বয়স ৬০ বছর, তবু দমে যাননি। তিনি সবার কাছে পরিচিত ফ্রান্সের ‘স্পাইডারম্যান’ হিসেবে। শনিবার (১৭ সেপ্টেম্বর) প্যারিসের একটি ৪৮ তলা ভবনে ওঠেন বৃদ্ধ অ্যালাইন রবার্ট। তিনি আগেই ঠিক করেছিলেন, তার বয়স যখন ৬০ বছর হবে তার পর এই বিল্ডিংয়ে উঠবেন।
লাল পোশাক পরা রবার্ট টোটাল এনার্জি নামের বিল্ডিংয়ের ১৮৭-মিটার (৬১৩ ফুট) উঁচুতে উঠেছিলেন, যা ফ্রান্সের রাজধানীর ল ডিফেন্স বিজনেস ডিস্ট্রিক্ট-এর উপরে অবস্থিত।
গন্তব্যে পৌঁছনোর পর রবার্ট বলেন, আমি মানুষকে একটা বার্তা দিতে চাই যে ৬০ বছর কিছুই নয়। আপনি যেকোনো বয়সে কিছু করতে পারেন। সক্রিয় থাকুন এবং কিছু দুর্দান্ত কাজ করুন। গত মাসে রবার্টের বয়স ৬০ বছর হয়েছে।