You have reached your daily news limit

Please log in to continue


বৃদ্ধাকে মারধরের মামলায় আসামিদের জামিন অবিচারক সুলভ: হাইকোর্ট

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি ঘর দেওয়ার কথা বলে বাড়ির জায়গা লিখে নিয়ে মারধর করা হয় ষাটোর্ধ এক অসহায় বৃদ্ধাকে। এ ঘটনায় ইউপি সদস্য সুরুজ মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু গ্রেফতারের পরদিনই আসামিদের জামিন দিয়ে দেন ময়মনসিংহের আদালত। এই জামিন নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

সর্বোচ্চ আদালত বলেন, জামিনের আদেশটি স্পষ্টতই অবিচারক সুলভ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এই জামিন আদেশের যথার্থতা, যৌক্তিকতা এবং তা আইনসঙ্গত কি না যাচাইয়ের সঙ্গত কারণ রয়েছে।

এছাড়া ওই মামলার আসামিদের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে রুল দিয়ে জামিনের বিষয়ে পর্যবেক্ষণ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন