ভারতের রিজার্ভ কমেছে ৮০ বিলিয়ন ডলার, রুপির দর পড়েছে ৭ শতাংশ

কালের কণ্ঠ ভারত প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:০২

শিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে ভারতের। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে এ পর্যন্ত ৮০ বিলিয়ন ডলারের বেশি কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত সপ্তাহেও রিজার্ভ কমেছে ২০০ কোটি ডলার। বিপরীতে কমছে রুপির দামও।


ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইর সর্বশেষ হিসাব অনুযায়ী গত সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.২৩৪ বিলিয়ন ডলার কমে হয় ৫৫০.৮৭১ বিলিয়ন ডলার। তার আগের সপ্তাহে রিজার্ভ ছিল ৫৫৩.১০৫ বিলিয়ন ডলার, যা দুই বছরে সর্বনিম্ন। বিপরীতে ডলারের বিপরীতে ক্রমাগত দুর্বল হচ্ছে ভারতীয় রুপি। বর্তমানে এক ডলার কিনতে ভারতে ৮০ রুপি গুনতে হয়।


রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকেই বিশ্ববাজারে বাড়তে থাকে জ্বালানিসহ নানা পণ্যের দাম। বিপরীতে ডলারের বিপরীতে মান হারাতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা। ভারতের অর্থনীতিতেও সেই ধাক্কা লেগেছে। টানা ২৯ সপ্তাহ ধরে কমছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও