বিশ্বকাপে ওপেন করতে পারেন কোহলি
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমে সেঞ্চুরি করার পর থেকেই ভারতীয় ক্রিকেটমহলে গুঞ্জন, আসন্ন টি২০ বিশ্বকাপেও কোহলির ওপেন করতে নামা উচিত। রবি শাস্ত্রী এই বিষয়ে মন্তব্য করেছেন, কোহলি শুরুতে রান পাওয়ায় ওপেনে ভারতের বিকল্প বাড়ল। পার্থিব প্যাটেল তো সরাসরি দাবি করেন যে, বিশ্বকাপে কোহলির ওপেন করা উচিত।
অধিনায়ক রোহিতও কোহলির ওপেনিং চিন্তা উড়িয়ে দিলেন না। তাই টি২০ বিশ্বকাপেও কোহলিকে ভারতের ওপেনার হিসেবে দেখা যেতে পারে, বললেন অধিনায়ক রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। কোহলি টি২০ বিশ্বকাপে ওপেন করতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, 'বিরাট কোহলি অবশ্যই টি২০ বিশ্বকাপের জন্য আমাদের জন্য ওপেনিং বিকল্প এবং আমরা এটা সব সময়েই মনে রাখব। বিশেষ করে যেহেতু আমরা তৃতীয় ওপেনারকে বাছাই করিনি। ও ওর ফ্র্যাঞ্চাইজি আরসিবির হয়ে ওপেন করেছে এবং ও ওপেন করে ভালো পারফরম্যান্সও করেছে। তাই এটি অবশ্যই আমাদের জন্য একটি বিকল্প।'