চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ রোববার একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা এটি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজো প্রদেশের একটি সড়কের পাশে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
এএফপি জানিয়েছে, দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেটি গুইজো প্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা। সেখানে বেশির ভাগ জাতিগত সংখ্যালঘু বাস করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটি প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার ভোরে।