You have reached your daily news limit

Please log in to continue


চীনে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

চীনের মূল ভূখণ্ডে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে বিদেশ থেকে আসা এক ভ্রমণকারী এ সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন। চংকিং স্বাস্থ্য কমিশনের বরাত খবরটি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সেখানে বলা হয়, কভিড-১৯ নীতির কারণে কোয়ারেন্টিনে থাকাকালে ওই ব্যক্তির শরীরে ফুসকুড়ি ও অন্যান্য উপসর্গ দেখা যায়। এরপর চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরীক্ষা করে মাঙ্কিপক্সের বিষয়টি নিশ্চিত হয়।

বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চংকিংয়ে কঠোর কভিড নীতির কারণে ওই ব্যক্তি কোনো কার্যকলাপে যুক্ত ছিলেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন