![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fd9942a0f-a02e-4b2f-9163-5a493af597f3%252FTHNEGKKOFIYTTD2XHBUM44VT.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রাবাসে এসি লাগিয়ে থাকেন ছাত্রলীগ নেতা
রাজশাহী মেডিকেল কলেজের শহীদ কাজী নূরুন্নবী ছাত্রাবাসের একটি কক্ষ শীতাতপনিয়ন্ত্রিত। সেই কক্ষে থাকেন রাজশাহী মেডিকেলের ছাত্র ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগানোর ঘটনায় কর্তৃপক্ষ তাঁকে নোটিশ দিয়েছে। চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে একজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি তাঁর ‘মাদক’ সেবনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সরকারি কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসের কক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসি লাগানোর সুযোগ নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে ২২৮ নম্বর কক্ষে এসি লাগানো হয়। সম্প্রতি বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।
অবশ্য জাকির হোসেন দাবি করেন, এসি লাগানো কক্ষটি ছাত্রলীগের ‘এজমালি’। এই কক্ষে সংগঠনের সভা হয়। নেতাদের অনেকে এসে বসেন।