নির্দেশনা মেনে কীটনাশক প্রয়োগ, কৃষকের বাজারের সবজি তাই নিরাপদ

প্রথম আলো মো. তাজুল ইসলাম প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডে প্রতি সপ্তাহে কৃষকের বাজার বসছে। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকের বাজারে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য এনে নিজেরাই সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করেন। এতে নগরবাসী বিষমুক্ত সবজি কিনতে পারছেন। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. তাজুল ইসলামের সঙ্গে।


প্রথম আলো: কৃষকের বাজার উদ্যোগের বিষয়টি কীভাবে এখানে শুরু হলো?


তাজুল ইসলাম: কৃষকের বাজার নারায়ণগঞ্জে প্রথম নয়। ঢাকায়ও কৃষকের বাজার আছে। সেখানে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য এনে নিজেরাই সরাসরি বিক্রি করছেন। নেদারল্যান্ডস সরকারের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডে ২টি কৃষকের বাজার বসানো হয়েছে। এ বাজারে নির্ধারিত কৃষকেরা তাঁদের উৎপাদিত সবজি নিজেরাই এনে বিক্রি করতে পারছেন। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় কৃষকেরা সরাসরি পণ্য বিক্রি করে লাভবান হচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও